শাহ সুমন বানিয়াচং: তারণ্যের জয় যাত্রা সমাবেশ সফল করার লক্ষ্যে বানিয়াচং উপজেলা যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বানিয়াচংয়ে উপজেলা যুবলীগের উদ্যোগে শনিবার(৮ জুলাই) দুপুর ১২ টায় বানিয়াচং ১নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ-তথ্য ও গবেষণা সম্পাদক, শেখ মোঃ মিসির আলী।
উপজেলা যুবলীগ সভাপতি রেখাছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আলমগীর মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ সদস্য এডভোকেট অলিউল্লাহ সরোয়ার, জেলা যুবলীগের সাবেক সাংগঠিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ, জেলা যুবলীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন,
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ছায়েব আলী,সহ-সভাপতি আনসার মিয়া, মাসুদুর রহমান মাসুদ ও আমীর হোসেন,যুগ্ম সাধারণ-সম্পাদক বাবুল মিয়া,আজমল হোসেন খাঁন ও শাহজাহান মিয়া,সাংগঠনিক সম্পাদক সাহিবুর মিয়া ও ফয়ছল আহমেদ, প্রচার সম্পাদক মাহমুদ আখন্জীসহ ইউনিয়ন যুবলীগ সভাপতি-সাধারণ সম্পাদক সহ উপজেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে আগামী ৯ জুলাই হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে তারণ্যের জয়যাত্রা সমাবেশকে সফল করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।আগামীকাল ৯ জুলাই তারণ্যের জয়যাত্রা প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করার জন্য স্ব শরীরে উপস্থিত থাকার জন্য উপজেলার সকল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।