বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমরা চাই তামিম ইকবাল তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসুক।
বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১২টায় সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
বিসিবি সভাপতি বলেন, তামিম যেহেতু অফিসিয়ালি ভাবে কিছু জানাননি তাই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক এখন পর্যন্ত তামিম ইকবাল। আর যদি মাঠে কোন কারণে অধিনায়ক উপস্থিত না হন তাহলে সহঅধিনায়ক দায়িত্ব পালন করবেন।
এ সময় নতুন কোন অধিনায়কের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান বিসিবি প্রধান।
Drop your comments: