ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর নিহতের জেরে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। দীর্ঘদিন ধরেই দেশটির পুলিশ বাহিনীর বিরুদ্ধে বর্ণবাদ এবং বৈষম্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। নিরাপত্তা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিতে সরকারকে কাজ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। খবর ইউএন নিউজের।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রভিনা শ্যামদাসানি বলেন, ফ্রান্সে পুলিশের গুলিতে ১৭ বছরের উত্তর আফ্রিকার অভিবাসী কিশোর নিহতের ঘটনায় আমরা উদ্বিগ্ন। আইন প্রণয়নের ক্ষেত্রে বর্ণবাদ, জাতিগত বৈষম্যের বিষয়গুলো ফরাসি সরকারকে গুরুত্বের সাথে মোকাবেলা করতে হবে। পুলিশ বাহিনীর বৈধ, অবৈষম্যমূলক আচরণ এবং জবাবদিহিতার নীতি মেনে চলার বিষয়গুলো নিশ্চিতের আহ্বান জানাচ্ছি।
Drop your comments: