সৈয়দ খোরশেদ আলম: গত ২৫শে জুন২০২৩ইং বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ও দুবাই আওয়ামী লীগের উদ্যেগে দুবাই ফনিক্স হোটেল হল রুমে আলোচনা সভা ও জম্মদিবস উদযাপন করা হয়। দুবাই আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন সৌরভের উপস্থাপনায় শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন সংগঠনের সহ সভাপতি লোকমান হোসেন সবুজ।
ইউ এ ই আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি শহিদুল্লাহ মজুমদার ও প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে
বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম (আকাশ), ইউ এ ই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ইন্জিনিয়ার আবু হেনা, দুবাই আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ খোরশেদ আলম,
সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং উমুল খৈয়াম আওয়ামী লীগের সভাপতি সবুজ হাছান।সংগঠনের সহ সভাপতি শহিদ খান,সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল খান,মোহাম্মদ আলী,আলাউদ্দিন,
মীজানুর রহমান সুমন, জয় পাপ্পু।বক্তারা হলেন মোহাম্মদ আব্দল্লাহ, মোহাম্মদ ফয়েজ,মোহাম্মদ নজরুল ও মনসুর।প্রধান অতিথি ও প্রধান বক্তা বক্তব্যেই বলেন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস একসূত্রে গাঁথা। আওয়ামী লীগের ইতিহাস, বাঙ্গালী জাতির গৌরবোজ্জল অর্জন ও সংগ্রামের ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্টাসহ বাঙ্গালী জাতির যা কিছু শ্রেষ্ট অর্জন তার মূলে রয়েছে জনগনের এই প্রতিষ্টানের নেতৃত্বে। বক্তারা আরো বলেন বাংলাদেশের পুরানো ও সর্ববৃহত্ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কে শক্তিশালী করতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে পুনরায় জয়যুক্ত করার আহ্বান জানানো হয়।
মৌলানা নুর মোহাম্মদ সংগঠনের জন্য দোয়া ও মোনাজাত করেন এবং জয়ের ধ্বনির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।