![InShot_20230625_200617616](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/06/InShot_20230625_200617616.jpg)
সাফ চ্যাম্পিয়নশিপে বাঁচা-মরার ম্যাচে প্রথমেই গোল খেয়ে বসে বাংলাদেশ। কিন্তু পিছিয়ে থাকা দলটি প্রথমার্ধেই ফেরে সমতায়। আর দ্বিতীয়ার্ধে মালদ্বীপের জালে আরও দুই গোল দিয়ে ৩-১ গোল ব্যবধানে দুর্দান্ত জয় নিশ্চিত করেন জামাল ভূঁইয়ারা। সাফে মালদ্বীপের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়।
এ জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ২ ম্যাচে ৩ পয়েন্ট অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে মালদ্বীপ। আর ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান লেবাননের। ফলে শেষ ম্যাচে ভুটানকে হারাতে পারলেই সেমি নিশ্চিত হবে বাংলাদেশের।
শ্রী কান্তিভেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে একক আধিপত্য বিস্তার করে বাংলাদেশ দল। পুরো ম্যাচের ৫৬ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে বাংলাদেশের ফুটবলাররা। আর মালদ্বীপের গোলবার বরাবর মোট শট নিয়েছে আটটি। এতে গোল এসেছে মোট দুটি।
অন্যদিকে পুরো ম্যাচের কেবল ৪৪ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখতে সক্ষম হয় মালদ্বীপের ফুটবলাররা। আক্রমণে তেমন ধার দেখাতে পারেনি দল। পুরো ম্যাচে কেবল একটি শট বাংলাদেশের গোলবারে নেয় তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। কিন্তু গোল তো পায়নি উল্টো ১৮তম মিনিটে কপাল পুড়ে বাংলাদেশের। এ সময় বক্সের বাইরে থেকে একটা জোরালো শট নেন মালদ্বীপের ফরোয়ার্ড হামজা মোহাম্মদ। ডিফেন্ডারদের এবং গোলরক্ষক জিকোকে পরাস্ত করে সেই বল জালে প্রবেশ করে।
তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের। বিরতির ঠিক তিন মিনিট আগে রাকিবের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। সোহেল রানা উঁচু করে বল দেন বক্সের মধ্যে, তপু সেটা হেডেই পাস দেন রাকিবকে। রাকিবও দারুণ এক হেডে বল জালে জড়ান। প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের খেলায় আরও গতি বাড়িয়ে দেয় বাংলাদেশ। দারুণ ছন্দে খেলতে থাকা দলটি এগিয়ে যায় ম্যাচের ৬৭তম মিনিটে। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় গোলটি করেন তারিক গাজী। এখানে থেমে থাকেনি ক্যাবরেরার শিষ্যরা। ম্যাচের একদম শেষ মুহূর্তে দলকে আরও একটি গোল এনে দেন শেখ মোরসালিন। ম্যাচটি শেষ হয় ৩-১ গোল ব্যবধানে।