শিগগিরই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বিমান বাহিনীর তৈরি উড়োজাহাজ; জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
বুধবার (১৪ জুন) সকালে যশোরে বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে এ কথা জানান তিনি। বাহিনী প্রধান বলেন, স্মার্ট বাংলাদেশের পাশাপাশি এয়ারফোর্সকে আরও স্মার্ট করে গড়ে তোলা হবে। দেশের যে কোনো সংকটে পাশে থাকে বিমান বাহিনী।
এ সময় ফ্লাইপাস্ট প্রদর্শন করেন বিমান বাহিনীর সদস্যরা। নানা রঙে রঙিন হয়ে উঠে আকাশ।
Drop your comments: