আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম থেকে (১৩ জুন) মঙ্গলবার ভোর ৬:৩০ টার সময় মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি শফিকুল হককে (৪৫) মাদকসহ গ্রেফতার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিনয় বাড়ই এর নেতৃত্বে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ৮১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এসআই বিনয় বাড়ই জানান, অত্যন্ত চৌকস একজন মাদক কারবারি ও সাজা পরোয়ানার পলাতক আসামি পূর্বে একাধিক বার অভিযান চালিয়ে গ্রেফতার করা সম্ভব হয় নাই। পরবর্তীতে বিভিন্ন ছদ্মবেশে মাথায় গামছা বেঁধে, কৃষকের অভিনয় করে তাকে আটক করা সম্ভব হয়েছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু তাহের জানান, শফিকুল ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামতসহ উক্ত আসামিকে ফরিদপুর বিচারিক আদালতে সোপর্দ করা হবে।