May 12, 2024, 4:46 pm
সর্বশেষ:
এসএসসি ও সমমানের ফলাফল-২০২৪ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে প্রথম রাজনীতির মাঠে ট্রান্সজেন্ডার নেতা আমিরাতে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন তুলা চাষ বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে কৃষক সমাবেশ ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার দাবির প্রতীকী ভোটে প্রস্তাব পাস চট্টগ্রামের লোহাগাড়ায় যুবদল নেতা মুসলিম উদ্দিন গ্রেপ্তার বান্দরবানে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের বীজ ও সার বিতরণ উপজেলা নির্বাচনে প্রার্থী হতে ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ সাতকানিয়ার রাজিয়া হত্যার প্রধান আসামী ফারুখ র‌্যাবের হাতে গ্রেফতার মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করেন প্রধান বিচারপতি

বঙ্গবন্ধু ও দেশের উন্নয়ন নিয়ে সংসদে দুটি গান গাইলেন মমতাজ

  • Last update: Monday, June 12, 2023

জাতীয় সংসদে আবারও গান গেয়ে শোনালেন সংসদ সদস্য মমতাজ বেগম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে দুটি গান শোনান তিনি। এ সময় সংসদ সদস্যরা করতালির মাধ্যমে তাকে উৎসাহ প্রদান করেন।

সোমবার ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় বক্তব্যের শুরুতে তিনি বলেন, বঙ্গবন্ধুকে এ দেশের কতিপয় মানুষ হত্যা করতে চেয়েছে। আমি বলতে চায়, বঙ্গবন্ধুকে হত্যা করা যায় না। বাঙালির জাতির পিতাকে তারা হত্যা করতে পারেনি। যতদিন চন্দ্র, সূর্য থাকবে বাঙালির হৃদয়ে তিনি থাকবেন। এসময় তিনি বঙ্গবন্ধুকে নিয়ে কয়েকটি লাইন গেয়ে শোনান।

এরপর বাজেট, বিদ্যুৎ উৎপাদন ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন মমতাজ। একপর্যায়ে শেখ হাসিনার উন্নয়ন নিয়েও গান গেয়ে শোনান তিনি। এ সময় প্রধানমন্ত্রীও সংসদে উপস্থিত ছিলেন।

এদিন, বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, প্রস্তাবিত বাজেটের প্রধান চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি সহনীয় রাখা। মানুষজন যেন অভাবে না পড়ে, এবং খাদ্য পণ্যের দাম যেন ক্রমক্ষমতার মধ্যে থাকে সে ব্যাপারে বাজেটে যথাযথ উদ্যোগ থাকার তাগিদ দেন সংসদ সদস্যরা। প্রস্তাবিত বাজেট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে বলে মনে করেন তারা। এছাড়া, শিল্পখাত এবং বাসাবাড়িতে বিদ্যুতের নিরবিচ্ছিন সরবরাহ ধরে রাখতে কার্যকর উদ্যোগ ও পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ দেন সংসদ সদস্যরা।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC