নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রোমান নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৬ মে) রাতে উপজেলার ঘারমোড়া এলাকায় এই ঘটনা ঘটে। এসময় দু’পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
স্থানীয়রা জানায়, পোড়া তেলের ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই অনিক ও রোমান গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
এ সময় গুরুতর আহত অবস্থায় রোমানকে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে।
Drop your comments: