তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামে আব্দুল আহাদের বাড়ির সম্মুখে পানি নিস্কাশন কালভার্ট নির্মান করা হয়েছে। জানা গেছে কাজ শেষ হওয়ার এক বৎসরের মধ্যে এই নির্মাণধীন কালভার্টটির বিভিন্ন স্থানে ঝুকিপূর্ণ পর্যায়ে ভয়াবহ ফাটল দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, কালভার্টটির ঢালাইয়ের প্লাস্টারসহ একাধিক জায়গায় ফাটল এবং ঢালাই ছোটে যাচ্ছে। এছাড়াও সোনারুপা ৪নং ওয়ার্ডের রাম করন পাষীর বাড়ির সামনের রাস্তায় একটি গাইড ওয়াল নির্মান করা হয়। এই গাইড ওয়ালেরও বিভিন্ন স্থানে ফাটল দেখা যায়। উপজেলা প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী কে ম্যানেজ করে ঐ ঠিকাদারী প্রতিষ্ঠান ইচ্ছা মাফিক এতো নিম্ন মানের কাজ করেছে যার ফলে ঐ কালভার্টটি নির্মাণে বছর পেরোনোর আগেই ভেঙে যাচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে মুঠোফোনে কথা হয় ঠিকাদারী প্রতিষ্ঠান খুরশিদ – মায়া এন্টারপ্রাইজের প্রোপাইটর জাকির হোসেন মনির এর সাথে। তিনি এ প্রতিবেদককে বলেন, বন্যার পানি প্রবাহিত হওয়ায় কালভার্টটি ফেটে গেছে। এদিক উপজেলার একই ইউনিয়নের সোনারুপা ৪ নং ওয়ার্ডের রাম করন পাষীর বাড়ির সম্মুখে রাস্তায় গাইড ওয়াল নির্মান করা হয়েছে।
জানা যায় কাজ শেষ হওয়ার এক বৎসরের মধ্যে এই নির্মাণধীন গাইড ওয়ালটি ঝুকিপূর্ণ হয়ে যায় এবং বিভিন্ন স্থানে ফাটল দেখা যায়। ২০২১-২২ অর্থ বছরের এডিপি’র তালিকাভুক্ত কাজ। এবিষয়ে যোগাযোগ করলে, জুড়ী উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাশ বলেন, কালভার্টটি মেরামত করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান কে বলছি।