শাহ সুমন (বানিয়াচং) প্রতিনিধি: স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভি’র ৬ষষ্ঠ বর্ষপূর্তি ও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে বণাঢ্য অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে।শুক্রবার (১৯ মে) সকাল ১০ টায় বানিয়াচং প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক শেখ নমির আলী’র সভাপতিত্বে ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান এমপি।
স্বাগত বক্তব্য রাখেন বাংলা টিভি’র বানিয়াচং প্রতিনিধি আল আমিন খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: নাজমুল হাসান, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব,১ নম্বর উত্তর পূর্ব ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান,৪ নম্বর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,বড়বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আংগুর মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিবুর রহমান, প্রভাষক খায়রুল বাশার সোহেল ।
এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া,উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক মোতাব্বির হোসেন, মোশাররফ হোসেন, আব্দুল হক মামুন,আতাউর রহমান, শেখ আক্তার হোসেন আলহাদী,আনোয়ার হোসেন, সৈয়দ সোহেল, সুজন মিয়া, শেখ নূরুল ইসলাম,তাপস হোম, কাউছার আহমেদ শিহাব, হৃদয় খান,শেখ সজীব হাসান প্রমুখ।