যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে ৪৮ বোতল ফেনসিডিলসহ মো. জিয়ারুল ইসলাম (৩২) নামে একজন কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে বারোপোতা গ্রাম থেকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক জিয়ারুল ইসলাম শিবনাথপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া উদ্ধার মাদকসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন।
Drop your comments: