বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও নবগঠিত কার্যনির্বাহী পরিষদ ইউএই এর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ মে) আবুধাবিতে বর্ষপূর্তি অনুষ্ঠানে ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ উমর ফারুকের কোরআন তেলয়াতের মাধ্যম শুরু হয়৷ এর পররপরই মরহুম ডাঃ জাফরুল্লাহর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতের সভাপতি আজিজ কাজল। দপ্তর সম্পাদক আলাউদ্দীন আকাশ ও প্রচার সম্পাদক ওয়াহিদুল আল কারিমের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা।
অনলাইনের মাধ্যমে যুক্ত হন গনঅধিকার পরিষদের সদস্য সচিব সাবেক ডাকসুর ভিপি নূরুল হক নূর এবং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার কবির হোসেন ও সাধারন সম্পাদক সাফায়েদ হোসেন। এছাড়াও অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী অধিকার পরিষদের সহ-সভাপতি মোস্তফা কামাল, যুগ্ম সাধারন সম্পাদক আবু সাহেদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম , ফোরকান হোসেন , মজনু মিয়া,নজুরুল ইসলাম অর্থ সম্পাদক,উমর ফারুক, মোহাম্মদ হালিম , মোহাম্মদ পারভেজ মোঃ আলী , মদরিছ আলী , রাসেল চৌধরি রানা ,রাসেদ নিজাম ,ইলিয়াস অভি, জুয়েল,হৃদয় এবং প্রমূখ আরো অনেকে।
বক্তারা সারাবিশ্বে ছড়িয়ে ছিটে থাকা ১ কোটি ২০ লাখের ও বেশি প্রবাসীদের প্রতিনিধিত্ব কারী সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে দশ দফা দাবি জানান। সরকারের কাছে প্রবাসে বেকার থাকা সকলের প্রতি ট্রেনিং এর ব্যবস্থা করার জন্য আহ্বান জানান।
প্রবাসীদের স্মার্ট কার্ড ও ভোটাধিকার প্রয়োগ, প্রবাসে মৃত ব্যক্তির লাশ বিনা খরচে দেশে প্রেরণ, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, প্রবাসী সুরক্ষা প্রণয়ন ও বাস্তবায়ন, জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দ, প্রবাসীদের জন্য যুগ উপযোগী দ্বৈত নাগরিকত্ব আইন ও পেনশন সুবিধা , বিদেশের পর্যাপ্ত দূতাবাস ও শ্রম কল্যাণ উইং, বিদেশে কাগজপত্র বিহীন প্রবাসীদের বৈধকরণের সরকারের সহযোগিতা, পাসপোর্ট সংশোধনের সুযোগসহ দালালমুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা, অভিবাসন ব্যয় ১ লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ ও প্রবাস ফেরতদের কর্মসংস্থান সুদ মুক্ত পর্যাপ্ত ঋণ সহ ১০ দফা দাবি জানান। অনুষ্ঠান শেষে সংগঠনের তৃতীয় বর্ষপূর্তির কেক কেটে পরিসমাপ্তি করা হয়।