শাহ সুমন (বানিয়াচং)প্রতিনিধি:বানিয়াচংয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।এ উপলক্ষে শনিবার (১৩ মে) দিনব্যাপী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে ক্বেরাত,হামদ-নাত,রচনা(বাংলা-ইংরেজী),বক্তব্য, কবিতা আবৃত্তি,সংগীত, তাতক্ষনিক অভিনয়, নির্ধারিত বক্তব্য ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
৬ষ্ট শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক,খ,গ,ঘ চারটি গ্রুপে প্রতিযোগিদের ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার বিভিন্ন কলেজ,বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকগণ বিচারক প্যানেলের দায়িত্ব পালন করেছেন।প্রতিযোগিতাটি নান্দনিক ও সুষ্ঠু,নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান।সার্বিক দায়িত্ব পালন করেছেন বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি তালুকদার।
বিভিন্ন বিচারক প্যানেলের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী উস্তাদ আবু মোতালেব খান লেবু,ইমাম সমিতির সভাপতি মাও: আতাউর রহমান,প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাংবাদিক শেখ নূরুল ইসলাম, হিলিপ প্রকল্পের মো: কাওসার আলম,প্রভাষক মোফাজ্জল হোসেন, প্রভাষক মাসুদা ফয়জুন্নেছা,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব, সহকারী অধ্যাপক গৌতম সরকার, শিক্ষক শ্রাবণী রায়,সহকারী শিক্ষক এইচ,এম খায়রুজ্জামান, সহকারী শিক্ষক প্রাণকৃষ্ণ দাস প্রমূখ।