গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির লিয়াঁজো কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ীকমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র মঞ্চের সঙ্গে আমাদের চলমান আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে। এই যুগপৎ আন্দোলনকে আরও শক্তিশালীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মসূচি, করণীয় কী হওয়া উচিত- এসব বিষয়ে আমরা আলোচনা করেছি।
তিনি আরও বলেন, গণতন্ত্র মঞ্চসহ অন্যরা এই ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দেলনরত যে দলগুলো আজকে আন্দোলনরত আছে। সবাই মিলে আমরা জাতির সামনে জয়েন্ট ডিক্লারেশন দেব। আন্দোলন যাতে আগামীতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। জাতি আন্দোলনের সফলতা ভোগ করতে পারে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার, মে ২, ২০২৩, দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গণতন্ত্র মঞ্চের নেতা হাসনাত কাইয়ুম বলেন, অতীতে সরকার পরিবর্তনে যে আন্দোলন হয়েছে বাংলাদেশে, বর্তমান আন্দোলন এর চাইতে আলাদা। আমরা কেবল এ সরকার বদলের জন্য আন্দোলন করছি না। আমরা এই সরকার বদল ও এই যে স্বৈরতান্ত্রিক সরকার ক্ষমতাসীন হয়, তারা ক্ষমতা যেন কুক্ষিগত করতে না পারে সেজন্য আন্দোলন করছি। রাষ্ট্রের সংস্কার কিংবা মেরামতে এই সরকার পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। আগামী দিনে সরকারবিরোধী সব দল নিয়ে আমরা জাতির সামনে অন্দোলনের যৌথ ঘোষণা দেবো।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গণতন্ত্র মঞ্চের পক্ষে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কাইয়ুম ও শেখ রফিকুল ইসলাম।