কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ২জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, কুড়িগ্রাম সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবাসহ মোঃ আনোয়ার হোসেন আপেল (১৯) নামে এক যুবককে আটক করে ডিবি।আটক আয়োয়ার সদর থানার ভৈষারকুটি এলাকার মোস্তফা মিয়ার পুত্র।
অপরদিকে বুধবার রাতে জেলার উলিপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে দূর্গাপুর ইউনিয়নের যমুনা ফকিরপাড়া এলাকা থেকে ১৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির সাতশত টাকাসহ আব্দুল কুদ্দুস(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন জানান,আটক মাদক ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
Drop your comments: