সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ: ঈদুল ফিতর উপলক্ষে র্যাব ১১- নারায়ণগঞ্জ এর উদ্যেগে আড়াইহাজারে গরীব ও অসহায়দের মধ্যে র্যাবের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার বিশনন্দী ইউনিয়ন পরিষদ মাঠে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি থেকে উপহার বিতরণ করেন র্যাব -১১ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার এম এম মাহমুদুল হাসান (পিপিএম, পিএসসি)। বিশেষ অতিথি ছিলেন র্যাব -১১ এর সহকারী পুলিশ সুপার হাম্মাদ হোসেন, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সদস্য হাবিবুর রহমান। উপহার বিতরণ অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই সময় বিশনন্দী ইউনিয়নের ১৫০ জন গরীব ও অসহারের মধ্যে আটা, চাল, ডাল, চিনি ও তেল বিতরণ করা হয়।