ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটিতে ঘরের সিড়ির রেলিংয়ে ফাঁস লাগিয়ে ঝুলে থাকা ২ কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হচ্ছে বাবুল মিয়ার মেয়ে সোনিয়া (১৪) ও বেলালের মেয়ে সুমাইয়া (১৩)। তারা দু-জন বান্ধবী ছিলেন।
বুধবার বিকেলে মরদেহ উদ্ধারের পর জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়। তাদের মৃত্যুর কারন তদন্ত করছে পুলিশ।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, দুপুর ২ টার দিকে সোনিয়া ও সুমাইয়া ঘর থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পরই স্থানীয় পোষ্ট অফিসের ছাদে উঠার সিড়িতে তাদের মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে বলে খবর পান পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, নিজেদের ওড়না দিয়ে একজন ওই সিড়ির সপ্তম ধাপে এবং অন্যজন নবম ধাপে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। প্রাথমিকভাবে তারা আত্মহত্যা করেছে বলেই মনে হয়। কি কারনে তারা এমন করলো সেটা জানা যায়নি।
তাদের পিতামাতাও কোন কারণ বলতে পারছেন না। সোনিয়ার পিতা বাবুল রিকশা চালক এবং সুমাইয়ার পিতা কুমিল্লায় শ্রমিকের কাজ করেন।
এব্যাপারে কসবা থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।