বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে স্কুল থেকে চুরি করা মালামালসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ এপ্রিল) বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ, প্রজেক্টর এবং ফ্যান চুরির ঘটনায় থানায় এজাহার দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
এরই পরিপ্রেক্ষিতে রাতভর পুলিশের অভিযানে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি প্রজেক্টর, ১টি ল্যাপটপ, ২টি প্রিন্টার, ১টি টেবিল ফ্যান, ১টি পানির মটর সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। গ্রেফতার চোর চক্রের সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Drop your comments: