বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে ৩৪১৫ পিস ইয়াবাসহ মো. শহিদুল ইসলাম শেখ (৫২) ও মো. মোস্তফা তারেক বাবু (২৫) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬। শনিবার (১ এপ্রিল) দিনগত রাতে ফকিরহাট সদর ইউনিয়নে ওই অভিযান চালায় র্যাব।
এদিন বিকেল সোয়া তিনটার দিকে র্যাব-৬ এর মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-৬ এর মিডিয়া সেল জানায়, র্যাব-৬, স্পেশাল কোম্পানি খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট থানার ফকিরহাট সদর ইউনিয়নে অভিযান চালিয়ে রুপসা থানা এলাকার মো. শহিদুল ইসলাম শেখ ও ফেনী জেলার দাগনভূয়া থানার মো. মোস্তফা তারেক বাবুকে আটক করে। এ সময় আসামিদ্বয়ের দখল হতে ৩ হাজার ৪শ ১৫ পিস ইয়াবা জব্দ করে র্যাব।
গ্রেফতার আসামিদ্বয়কে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদক মামলা রজু হয়েছে বলেও জানান র্যাব।