জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধি: বাংলাদেশের জনপ্রিয় ও দর্শক নন্দিত স্যাটেলাইট টেলিভিশন গাজী টিভি (GTV) হেড অব নিউজ ও কারেন্ট অ্যাফেয়ার্স -ইকবাল করিম নিশানকে মাদ্রিদে সংবর্ধনা দেওয়া হয়েছে। GTV স্পেন প্রতিনিধি জিয়াউল হক জুমনের আমন্ত্রণে বাঙালি অধ্যুষিত লাবাপিএস এর দেশ রেস্টুরেন্টে (১৯ মার্চ ) রবিবার রাতে বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সভাপতি একেএম জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বকুল খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিটিভির হেড অফ নিউজ ইকবাল করিম নিশান, স্বাগত বক্তব্য রাখেন জিটিভি স্পেন প্রতিনিধি জিয়াউল হক জুমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
জামাল উদ্দিন মনির, কাজী এনায়েতুল করিম তারেক ,আল আমিন ,কামরুজ্জামান সুন্দর, এক্রামুজ্জামান কিরণ ,আব্দুল মুজাক্কির ,ফজলে এলাহী ,দবির তালুকদার ,আমিনুর রশিদ রাজু , রমিজ উদ্দিন , আবু জাফর রাসেল ,সাইফুল ইসলাম ইকবাল ,বদরুল কামালী ,ইকবাল হুসেন প্রমুখ ।
এ সময় মাদ্রিদ কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা প্রধান অতিথির কাছে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, স্পেনের বিভিন্ন অঞ্চলে প্রায় ৬০ হাজার বাংলাদেশী বসবাস করছেন। এর মধ্যে যারা নতুন এসেছেন ই -পাসপোর্ট নিয়ে অবৈধ পথে বিভিন্ন দেশ হয়ে স্পেনে এসেছেন তাদের পাসপোর্ট সংশোধনসহ ই-পাসপোর্ট কার্যক্রম দ্রুত স্পেনে শুরু করার জন্য গণমাধ্যমে তা তুলে ধরার দাবি জানান।
শুরুতেই কুরআন থেকে তেলাওয়াত করেন ,বায়েজিদ বোস্তামীন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার জন্য রাতের খাবারের আপ্যায়ন করা হয়।