বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলার রুমা-বগালেক সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে নয়জন।
সোমবার (২০ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানান, বগালেকের কয়েকজন ট্রাকে করে ভিজিএফের চাল আনতে রুমা সদরে যাচ্ছিলেন। যাত্রীদের অনেকে বাজার করতে যাচ্ছিলেন। পথে বগালেক সড়কের কমলা বাগান এলাকার উঁচু ঢাল বেয়ে নামতে গেলে বিপরীত দিক থেকে আসা আর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ট্রাক দুটি সড়ক থেকে ছিটকে পাহাড়ের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার নারী ও রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় আরও এক নারীসহ দুজন নিহত হন। এসময় আহত হন অন্তত নয়জন।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়ার শঙ্কা রয়েছে।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন শিবলী জানান, আহত নয়জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারে কাজ চলছে।