আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চর ধানাইড় গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে জাহাজ শ্রমিককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় শুক্রবার দুপুরে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়ছে। আহত ব্যাক্তিকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার টগর বন্দ ইউনিয়নের চর ধানাইড় গ্রামের ইব্রাহিম শেখের (৫৫) পরিবারের সাথে স্থানীয় বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। উক্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার (১৬ মার্চ) আনুমানিক রাত ৯ টার সময় বাদী নারগীস বেগমের স্বামী আনিচুর রহমান মোল্লা চরডাঙ্গা বাজার হতে বাড়ি ফেরার পথে বিবাদীরা পূর্ব পরিকল্পিত ভাবে রামদা,ছ্যান,লোহার রড়,বাঁশের লাঠিসহ আমার স্বামীকে অতর্কিত হামলা করে। বিবাদী ইব্রাহিম শেখের নেতৃত্বে ইউসুফ শেখ, ইয়াকুব শেখ,বাহারুল শেখ, সর্ব পিতা মৃত্যু রওশন শেখ, রাজু শেখ, রাজীব শেখ, উভয় পিতা ইব্রাহিম শেখ,এবং রানা শেখ, পিতা ইউসুফ শেখ সর্ব সাং চর ধানাইড়।
ছুটিতে থাকা আনিচুর বৃহস্পতিবার রাতে চরডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে চর ধানাইড় মাঠে ইরি ক্ষেতের কাছে পৌঁছালে একই গ্রামের ইব্রাহিম শেখ ও ইয়াকুব শেখের নেতৃত্বে ১০-১২ ব্যক্তি আনিচুরকে গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। আনিচুরের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা স্থান ত্যাগ করে। খবর পেয়ে বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে রাত ২ টায় আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযুক্ত বাহারুল শেখ জানান, গত দুই দিন আগে আনিচুর ভাইয়ের দুই ছেলে আমার ভাইপো রানা শেখকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে। এ কথা জানার পরে বৃহস্পতিবার রাতে আমার দুই ভাই আনিচুরের কাছে ঘটনা সুনতে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ড হয়। তবে বড় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
ওসি মো. আবু তাহের লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।