করোনা–বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে আগের কর্মচাঞ্চল্যে ফিরে যেতে শুরু করেছে স্পেন। দোকানপাট খোলার পর সম্প্রতি মসজিদে নামাজ পড়ারও অনুমতি দিয়েছে দেশটির সরকার। শর্ত সাপেক্ষে মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন। এ দফায় একসঙ্গে ১৫০ মুসল্লি নামাজ পড়ার সুযোগ পাবেন।
মসজিদে অবশ্যই একজন অন্যজন থেকে এক মিটার দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে হবে। মসজিদগুলোতে নিরাপত্তার স্বার্থে অবশ্যই স্যানিটাইজিং করে নিজস্ব জানামাজ ও মাস্ক ব্যবহার করে প্রবেশ করতে হবে।
বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহী এ ব্যাপারে পরামর্শ দিয়ে বলেন, একে অপরের সঙ্গে হাত না মেলানোই ভালো। আপাতত শিশুদের মসজিদে না আনাই উত্তম। সবাই সরকারের নিয়ম মেনে চলুন।
উৎসঃ যুগান্তর
Drop your comments: