স্টাফ রিপোর্টার: টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কুমিল্লা জেলা কমিটি ঘোষনা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় কুমিল্লার একটি পার্টি সেন্টারে ৭১ টিভির ক্যামেরা পার্সন সাইদুর রহমান সোহাগকে সভাপতি, দেশ টিভির ক্যামেরা পার্সন তৌহিদ খন্দকার তপু’কে সাধারাণ সম্পাদক ও নিউজ টুয়েন্টেফোর টিভির ক্যামেরা পার্সন মোতালেবকে সাংগঠনিক সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নিখিল (মোহনা টিভি), সিনিয়র সহ-সভাপতি মোঃ বিপ্লব (ডিবিসি নিউজ), সহ-সাধারণ সম্পাদক জিহাতুল ইসলাম সাকিব (সময় টিভি), দপ্তর সম্পাদক মজিবুর রহমান রনি (নেক্সাস টিভি), অর্থ সম্পাদক মোঃ সৌরভ আহমেদ (বিজয় টিভি), মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা আক্তার (আর টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মঈন নাসের খান রাফি (সোনালী নিউজ) , বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ সবুজুর রহমান (আনন্দ টিভি), ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান সাইফ (এস এ টিভি)। কর্যকরি সদস্য জহিরুল হক বাবু ও রবিউল ইসলাম।
নবাগত এই কমিটিকে কুমিল্লা জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও রাজনৈতিক সংগঠন নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে।