আবু তালহা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে বলরামপুর গ্রামে পুলিশের ভয়ে আতঙ্কিত হয়ে হুরাসাগর নদিতে ঝাপ দিয়ে আনিসুর রহমান (৩০) নামে একজন ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
নিহত আনিসুর মন্ডল উপজেলার কর্ণসূতী গ্রামের মৃত রেজাউল মন্ডলের ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, আনিসুর সকাল সাড়ে ৮টার সময় স্থানীয় এক হোটেলে খাবার খায়। পরে হোটেলের পিছনে কে বা কার সাথে প্রচন্ড হাতাহাতি হয় আনিসুরের।পরে জীবন বাঁচাতে সেখান থেকে দৌড়ে নদি পার হওয়ার জন্য নদিতে ঝাপ দেয়। নদিতে অধিক কচুড়ি পানা থাকার কারণে সেখানেই তার মৃত্যু হয়।
কামারখন্দ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লিডার শহিদুল ইসলাম জানান, সকাল এগারোটার দিকে এলাকাবাসী ষ্টেশনে ফোন দিলে আমরা একটি ইউনিট সেখানে যাই এবং পরে এলাকাবাসীর সহযোগিতায় আমাদের ফায়ার ফাইটার বাধন দত্ত ও বাবলু মিয়া লাশটি উদ্ধার করে।
নিহত আনিছুরের চাচা রফিক মন্ডল বলেন, গত মাসের ৭ তারিখে আনিসুরের ঘরের পিছনে তার পাড়া প্রতিবেশী ফুফুর লাশ পুলিশ উদ্ধার করে। সেই লাশ উদ্ধারের ঘটনায় সালেকার ভাই আমির হোসেন, মজিদ, খালেক, কালাম এরা আনিসুরকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। তার ভয়ে প্রায় এক মাস যাবৎ বেলকুচি থানার বানিয়াগাতী আনিসুরের শশুর বাড়ি পালিয়ে থাকে। আজ হটাৎ করে অচেনা কেউ তার খোজ নিতে আসলে সে পুলিশ ভেবে দৌড় দেয় এবং নদীতে ঝাপ দেয়।
এ ব্যাপারে কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার আদনান মুস্তাফিজ জানান, লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আনিসুরের মৃত্যুর সকল বিষয় তদন্তাধীন আছে। ময়না তদন্তের রিপোর্ট ও সার্বিক তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।