আজিজুর রহমান দুলালঃ শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। এ কথা মাথায় রেখে বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি শিক্ষা অনুরাগী (এডিশনাল ডিআইজি) খান মুহাম্মদ রেজোয়ান এর উদ্যোগে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন স্কুলে খাতা কলম বিতরণ করা হয়।
রবিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল ইউনাইটেড একাডেমি স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে ৫০০ খাতা কলম বিতরন করা হয়। এ সময় স্কুলে প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে,বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের মেম্বারশিপ কমিটির সভাপতি মো: মাহামুদুল হাসানের উপস্থিতিতে খাতা কলম বিতরণ করেন,বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিকউজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক, মো. দেলোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক এবং স্কুলের ছাত্র ছাত্রীবৃন্দ।
সহকারী অধ্যাপক আশিকউজ্জামান বলেন, আমি এই স্কুলের ছাত্র ছিলাম,বাড়িতে আসলেই স্কুলে ছুটে আসি,পড়াশোনা করলই ভালো রেজাল্ট করা সম্ভব। পড়াশোনার বিকল্প নেই। তাই তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। এই স্কুলের সুনাম বজায় রাখতে হবে।
ফাউন্ডেশনের মেম্বারশিপ কমিটির সভাপতি মো: মাহামুদুল হাসান বলেন,দরিদ্রতার বেড়াজাল পেড়িয়ে যারা পড়াশোনার সুযোগ পায় তাদেরও অনেকের পড়াশোনা বন্ধ হয়ে যায় খাতা-কলম কেনার টাকার অভাবে। আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই হয়ত দেশের হাজারও সম্ভাবনাময় উজ্জ্বল নক্ষত্র ঝরে যাওয়ার হাত থেকে মুক্তি পাবে।
তোমরা ভালো করে পড়াশোনা করবে এই ফাউন্ডেশনের উদ্যোগে এ ধরণের কর্মসূচী চলমান থাকবে ইনশাআল্লাহ।
অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসান স্কুলের কোমলমতি ছাত্র ছাত্রীদের খাতা কলম দেওয়ার জন্য বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি খান মুহাম্মদ রেজোয়ান,বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের মেম্বারশিপ কমিটির সভাপতি মো: মাহামুদুল হাসানসহ ফাউন্ডেশনের সকল সদস্যদের ধন্যবাদ জানান।