বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবানে ইয়াবা ট্যাবলেটসহ এস এম হোছাইন টিটু (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পার্সপোট অফিস কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পার্সপোট অফিস কার্যালয়ের সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় টিটুকে সন্দেহ করে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৩০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করে বান্দরবান সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বান্দরবান আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান জানান, আগামীতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Drop your comments: