বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ৩ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার কন্যাদহ ধাঁবাড়ি তালতলার মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শার্শা উপজেলার রামপুর গ্রামের ইউপি সদস্য সুলতান আহমদ বাদশার ছেলে আব্দুল আলিম লতা (২৮) ও মাটিপুকুর গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে রেজাউল করিম (২৭)।
এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম আকিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল সহ তাদের শরীর তল্লাশী করে তিন বোতল বিদেশি মদ পাওয়া যায়। আটক আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Drop your comments: