শীতাতপ নিয়ন্ত্রিত মহাসড়ক নির্মাণ করবে আরব আমিরাত
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং জলবায়ু টেকসই মহাসড়ক নির্মাণের পরিকল্পনা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির একটি সংস্থা ইউআরবি ৯৩ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে। যেখানে জলবায়ু নিয়ন্ত্রিত ব্যবস্থায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হবে। মহাসড়কটির নাম দেয়া হয়েছে ‘সাসটেইনেবল আরবান হাইওয়ে’ বা দ্য লুপ।
ইউআরবির প্রধান নির্বাহী বাহারাশ বাঘেরান সিএনএনকে বলেছেন, ‘দ্য লুপ নির্মিত হলে সেটি হবে বিশ্বের যেকোনো জায়গায় সাইকেল চালানো এবং পায়ে হেঁটে চলার জন্য সবচেয়ে স্মার্ট অবকাঠামো।’
বাঘেরিয়ান আরও বলেন, ‘প্রকল্পটির লক্ষ্য দুবাইকে পায়ে হেঁটে বা সাইকেল চলাচলের জন্য পৃথিবীর সবচেয়ে সংযুক্ত শহর হিসাবে গড়ে তোলা।
বিশাল এই অবকাঠামোটি দুবাই শহরকে চারপাশ থেকে ঘিরে ফেলবে। এবং এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেখানে শহরের বাসিন্দারা হাঁটতে এবং সাইকেল চালাতে পারবেন সহজেই। এর ভেতরটি হবে গাছপালা দিয়ে ভর্তি এবং অবশ্যই গাড়ি-মুক্ত।
ইউআরবি দুবাইয়ের মরুভূমিতে একটি বিশাল কৃষি পর্যটন প্রকল্পও তৈরি করেছে যা এগ্রি হাব নামে পরিচিত। প্রতিষ্ঠানটির দাবি, এ প্রকল্প বাস্তবায়িত হলে, এই অঞ্চলের টেকসই কৃষি, পরিবেশগত শিক্ষা এবং সবুজ পর্যটন বিশ্বের জন্য একটি নতুন মানদণ্ড হয়ে উঠবে।
দ্য লুপ থেকে আলাদা ‘এগ্রি হাব’ প্রায় ৪০ হেক্টর জায়গা নিয়ে নির্মিত। এখানে শিক্ষা ও গবেষণার জন্য হোস্ট স্পেস, সেই সঙ্গে ইকো-লজ, খামারের দোকান এবং খামার থেকে টেবিল রেস্তোরাঁ, ক্যাফে সবই থাকবে।