তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৩ হাজার ৭শ’ ছাড়িয়েছে। ইট-কংক্রিটের স্তূপের মধ্যে জীবিত অথবা মরদেহের সন্ধানে চলছে উদ্ধারকাজ। খবর রয়টার্স’র।
অভিযানে যোগ দিয়েছে বহু দেশের হাজার হাজার উদ্ধারকর্মী। আছে স্বেচ্ছাসেবকরাও। কেবল তুরস্কে উদ্ধার হয়েছে ২০ হাজার ৩ শতাধিক মরদেহ। আহত ৮০ হাজারের বেশি।
সিরিয়ায় প্রাণহানি নিশ্চিত হয়েছে সাড়ে তিন হাজারের ওপর। বিধ্বস্ত আদিয়ামান প্রদেশ পরিদর্শনে গিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান স্বীকার করেন, প্রত্যাশা অনুযায়ী গতি নেই উদ্ধার তৎপরতায়। সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোয় এখনও ত্রান পৌঁছানো নিয়ে রয়ে গেছে জটিলতা। হাসপাতালগুলোয় দেখা দিয়েছে প্রয়োজনীয় ওষুধ সরঞ্জামের তীব্র সংকট।
Drop your comments: