বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বান্দরবানের ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে।
০৭ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে সদর উপজেলার ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়।
ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভুইয়া, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা, ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য লুৎফুর রহমান উজ্জ্বল, প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান সহ শিক্ষার্থী ও অভিভাবকেরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলা করতে হবে। তিনি আরো বলেন, খেলাধুলা শরীর সুস্থ রাখে। তিনি ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।
এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ফুটবল, ১০০ মিটার, ২০০মিটার দৌড়ঁ, দীর্ঘ লাফ, কবিতা ও রচনা প্রতিযোগীতা সহ ২৭ ইভেন্টে প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।