জুমার নামাজ আদায় করার জন্য সাইকেল চালিয়ে প্রায় ২০৫ কিলোমিটার পথ পাড়ি দেন রাসেল লাল বিশ্বাস (৫৮) নামে এক ব্যক্তি। তিনি টাঙ্গাইলের গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদে নামাজ আদায়ের জন্য দীর্ঘ এই পথ পাড়ি দেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলা পৌর এলাকার পশ্চিম গারাখোলা গ্রামে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করেন রাসেল। এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রামে নির্মিত ২০১ গম্বুজ মসজিদে পৌঁছান।
জানা গেছে, রাসেল লাল পশ্চিম গারাখোলা গ্রামের মৃত আব্দুল ছাত্তার বিশ্বাসের ছেলে। পেশায় রাসেল একজন বৈদ্যুতিক মিস্ত্রি। তিনি নামাজ পড়ার উদ্দেশ্যে ১ ফেব্রুয়ারি সকাল ৬টায় যাত্রা করেছিলেন।
রাসেল জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি, এই মসজিদে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ জুমার নামাজ পড়তে আসেন। সে থেকেই ইচ্ছে জাগে ২০১ গম্বুজ মসজিদে নামাজ পড়ার।
তিনি জানান, বিষয়টি পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করলে তার স্ত্রী ও দুই সন্তানরা সাইকেল নিয়ে আসতে উৎসাহিত করেন। সেই উৎসাহ থেকে প্রায় ২০৫ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে মসজিদে আসতে সক্ষম হন।