বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলতি মাসের ২ তারিখ থেকে আবুধাবি, আল আইন ও আল ধাফরায় প্রবেশ ও বাহিরে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।
সেই ঘোষণাতে উক্ত নিষেধাজ্ঞা এক সপ্তাহ বলা হলেও দুই দফা তারিখ পরিবর্তন করা হয়েছে।
আজ সোমবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরও এক সপ্তাহ এই নিষেধাজ্ঞা চলবে।
এ সময় দেশের সকল নাগরিকদের জন্য আইনটি প্রযোজ্য। রাষ্ট্রের জরুরি বিভাগের লোকেরা অনুমতিক্রমে চলাচল করতে পারবে বলেও জানানো হয়।
এদিকে জরুরি প্রয়োজনে আসা-যাওয়া করা যাবে তবে সেজন্য পূর্বে অনলাইনের মাধ্যমে অনুমতি নিতে হবে। আবুধাবির প্রবেশপথে পুলিশ ফাঁড়ি বসানো হয়েছে। সেখান থেকে মোবাইল থেকে অনুমতি আছে কি না তা দেখা হবে।
Drop your comments: