May 5, 2024, 2:55 pm
সর্বশেষ:
মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করেন প্রধান বিচারপতি আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালী লবন শ্রমিক কল্যান ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যালী আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালীতে রিক্সা শ্রমিকদের আলোচনা সভা ও র‌্যালী রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় সোনারগাঁয়ে বেপরোয়া মহিউদ্দিন পেপার মিলস, বিলিং ঘর ধসে পড়ে ১০ লাখ টাকার ক্ষতি আলফাডাঙ্গায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় বান্দরবানের ট্রাস্ট ব্যাংকের পাশে আগুন,পুড়ে ছাই দোকান ও বসতঘর           শ্রীমঙ্গল মহিলা ভাইস-চেয়ারম্যান এর বিরুদ্ধে সম্পত্তি জবর দখলের অভিযোগ বাজারে ধানের দাম কম, শ্রমিকের মজুরি বেশি সাতক্ষীরা তালা উপজেলার তরুণ প্রজন্ম অনলাইন জুয়ায় আসক্ত

অবৈধ ভারতীয় চিনি বোঝাই গাড়িসহ চালক আটক

  • Last update: Sunday, January 29, 2023

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সীমান্ত ঘেঁষা মৌলভীবাজার জেলা। এবার সীমান্তের প্রতিটি প্রান্ত ঘিরে চোরাকারবারিরা জমজমাট বাণিজ্য চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। এমন দাপট আর নমুনা সকলের চোঁখের সামনে প্রতিয়মাণ।

মৌলভীবাজারের জুড়ীতে ৫০ কেজি ওজনের ৬০ বস্তা ভারতীয় অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে চিনিসহ একটি ট্রাক আটক করেছে জুড়ী থানা পুলিশ। এসময় ট্রাক চালককে আটক করা হয়েছে।
অদ্য শনিবার (২৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার আমতৈল ইউপির কুইয়াছড়া সেতু সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে চিনির গাড়ীসহ আটক করা হয়।

এবিষয়ে জুড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলার বড়লেখা-জুড়ী সড়কের আমতৈল ইউপির কুইয়াছড়া সেতু সংলগ্ন এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে ভারতীয় একটি মিনি ট্রাকটি চিনি বোঝাইকৃত ৫০কেজি ওজনের ৬০ টি বস্তা ও গাড়িটি আটকানো হয়। চালকের নিকট উক্ত চিনির বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারে নি। বৈধ কাগজপত্র বিহীন চিনিও ট্রাকসহ (চট্ট মেট্রো-ন ১১-৯২৪৬) ও চালককে আটক করে থানায় নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক খায়রুল ইসলাম (২৭) জানায়, চিনি গুলো ভারতীয়। বড়লেখার একটি সীমান্ত দিয়ে চিনি গুলো দেশে প্রবেশ হবার পর বস্তা বদল করে দেশীয় বিভিন্ন বস্তায় স্থানান্তর করে জেলার বিভিন্ন বাজারে তা বিক্রি করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য তিন লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে।
আটককৃত চালক খায়রুল ইসলাম জেলার শ্রীমঙ্গল থানার উত্তর বৌলাছড়া গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে। বর্তমানে কুলাউড়া থানার চাতলগাঁও এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করতেন। চিনি চোরাচালান কারবারি ও তার সাথে আরও কয়েকজন কারবারি জড়িত আছে বলে খায়রুল জানায়।

এ বিষয়ে জানতে জুড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাকারবারিরা ভারত সীমান্ত পার করে অবৈধভাবে ৫০ কেজি ওজনের ৬০টি বস্তা চিনিসহ একটি মিনি ট্রাক গাড়ি পাওয়া যায়। চিনির আনুমানিক মূল্য ৩ লক্ষাধিক টাকা হবে। যাতাযাত কাজে ব্যবহৃত গাড়িটি ও জব্দ করা হয়েছে। এ ঘটনায় এস আই ফরহাদ মিয়া বাদী হয়ে জুড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC