মিনহাজ দিপু, কয়রা প্রতিনিধিঃ কয়রা আইনজীবী সমিতির ২০২৩ সালের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নবাগত নেতৃবৃন্দগণ কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো: দেলোয়ার হোসেনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
২২ জানুয়ারি রবিবার বিকালে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের নিজ কক্ষে বিচারকের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন নবকঠিত কয়রা আইনজীবী ইউনিট বার সমিতির সভাপতি কয়রা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, সাধারণ সম্পাদক এ্যাড. এস এম আব্দুর রাজ্জাক সহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও আইনজীবী সদস্যগণ । বিজ্ঞ বিচারক নব-গঠিত কমিটির সাথে মত বিনিময় করেন এবং তাদের সার্বিক মঙ্গল কামনা করেন।
Drop your comments: