রাজবাড়ীর কালুখালীতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের কাজীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো-মাঝবাড়ি গ্রামের বাবু বিশ্বাসের ছেলে উজায়ফা (৮) ও ইকরামের ছেলে হাসান (৪)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
মাঝবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের পরিবারের বরাত দিয়ে মাঝবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাসুমুর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাবু বিশ্বাসের বাড়িতে চার শিশু একত্রে খেলা করছিল। এর মধ্যে রান্নাঘরে খেলছিল দুই শিশু। এক পর্যায়ে তারা গ্যাসলাইট দিয়ে রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। এতে রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়।
এ সময় বাবু বিশ্বাসের বাড়ির লোকজন পাশের বাড়িতে থাকায় পুরো রান্নাঘরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দুই শিশু আগুনে দগ্ধ হয়। পরে গুরুতর দগ্ধ অবস্থায় প্রতিবেশীরা তাদের দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইকরামের ছেলে হাসানের মৃত্যু হয়। অবস্থার অবনতি হলে বাবু বিশ্বাসের ছেলে উজায়ফাকে ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে উজায়ফার মৃত্যু হয়।