বাংলা এক্সপ্রেসঃ সিলেটের আব্দুল আলিম বিগত ৭ মাস থেকে আরব আমিরাতের আবুধাবিতে আছেন৷ ভিজিট ভিসায় এসে এখনো কাজের কোনো ব্যবস্থা করতে না পেরে ভিসার মেয়াদ বাড়িয়ে থাকছেন৷ ২০ জানুয়ারি আবারও মেয়াদ বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কিন্তু বিপত্তি ঘটেছে ভিজিট ভিসার মেয়াদ বাড়াতে আমিরাত ত্যাগ করতে হবে তাকে। মূলত মেয়াদ বাড়ানো নয় আমিরাত ত্যাগ করে আবার নতুন ভিসা নিয়ে প্রবেশ করতে হবে৷ গত এক মাস আগেও এই নিয়ম না থাকায় সহজেই ভিজিট ভিসার মেয়াদ বাড়ানো যেত৷
শারজার আসলাম উদ্দিন ১২ জানুয়ারি ভিজিট ভিসার মেয়াদ বাড়াতে না পেরে ওমান গিয়ে আবার নতুন ভিজিট ভিসা নিয়ে আমিরাতে প্রবেশ করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলা এক্সপ্রেসকে ওয়াদি আল সাহেদ ট্রাভেল এজেন্সির ম্যানেজার তানভীর বলেন, ‘ডিসেম্বর মাসের শুরু থেকেই দুই মাসের ভিজিট ভিসার মেয়াদ বাড়ছে না৷ এখন A to A ( এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট) এর মাধ্যমে নতুন ভিসা গ্রহণ করতে হচ্ছে৷ এ ক্ষেত্রে যাত্রীদের ওমান, কাতার, কুয়েত পাঠিয়ে নতুন ভিসার জন্য আবেদন করতে হয়৷ কয়েকঘন্টার মধ্যে নতুন ভিসা হয়। যাত্রীরা সেখানে যাওয়ার পর হোয়াটসঅ্যাপে নতুন ভিজিট ভিসা পাঠিয়ে দেই৷ নতুন এই ভিসা দেখিয়ে আমিরাতে ফিরতে হচ্ছে। তবে এ পদ্ধতিতে শুধু দুবাই বিমানবন্দর দিয়ে যাত্রীরা প্রবেশ করতে পারেন৷ আবুধাবি বা শারজাহ বিমানবন্দর দিয়ে এরকম যাত্রীদের প্রবেশের সুযোগ নেই।’
সংযুক্ত আরব আমিরাতের নতুন এই নিয়মে ভিজিট ভিসাধারীদের বাড়তি টাকা গুণতে হচ্ছে। নতুন ভিসা ও পার্শ্ববর্তী দেশের আসা-যাওয়ার বিমান ভাড়া খরচ সব মিলিয়ে প্রায় ২ হাজার দিরহাম খরচ হচ্ছে৷
এর আগে অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ ভিসায় বড় পরিবর্তন আনে। দেশটিতে ৩০ ও ৯০ দিনের ভিসার মেয়াদের পরিবর্তে ৩০ ও ৬০ দিনের করা হয়।