শরীয়তপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে রোগীসহ ছয়জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোররাতে পদ্মা সেতুর দক্ষিণ থানা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পটুয়াখালীর দশমিনার রাজ্জাক মল্লিকের ছেলে ফজলে রাব্বি (২৮), বাউফলের লতিফ মল্লিকের স্ত্রী জাহানারা বেগম (৫৫), মেয়ে লুৎফুন্নাহার লিমা (৩০), সাংবাদিক মাসুদ রানা, খুলনার কাওসার হাওলাদারের ছেলে রবিউল ইসলাম (২৬) ও মাদারীপুরের হিরু মৃধার ছেলে জিলানি (২৮)।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. সেলিম মিয়া বলেন, ‘ভোররাতে দিকে ঢাকাগামী একটি এলপি গ্যাস বোঝাই ট্রাকের সঙ্গে পিছন থেকে আসা একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ওপর আছরে পড়ে। এতে অ্যাম্বুলেন্সে থাকা ছয়জন মারা যায়। মরদেহ জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।’
Drop your comments: