রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে সরকার। বিরোধী দল ছাড়া একদলীয় শাসন কায়েম করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অভিযোগ করেন, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে গণঅবস্থান চলাকালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ক্ষমতাসীনরা। পুলিশ অপরাধীদের গ্রেফতার না করে উল্টো বিএনপি নেতাকর্মীদের আটক করেছে।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব উল্লেখ করেন, ১০ দফা দাবি ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে ১৬ জানুযারি সকল মহানগর ও সকল উপজেলায় মিছিল করবে বিএনপি।
Drop your comments: