মো. রাসেল ইসলাম: ভারতে পাচারের সময় বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ আটক করেছে বিজিবি।
মঙ্গলবার স্বর্ণের চোরাচালানটি আটক করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্বর্ণের একটি বড় চালান দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
Drop your comments: