সিলেটের হেতিমগঞ্জ দারুল আরকাম হিফজ মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মাদ্রাসার অস্থায়ী ক্যাম্পাসে দারুল আরকাম হিফজ মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আব্দুর রহীম। সহকারী শিক্ষক হাফিজ সামসুদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হউপস্থিত ছিলেন ৩নং মডেল ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী ফুলবাড়ি আজিরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উপাধ্যক্ষ , বিশিষ্ট ইসলামিক স্কলার হযরত মাওলানা জাকির হোসাইন।
এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন মাদরাসার সহকারী পরিচালক আল মদিনা নুর সিতারা কুরানিক ইন্সটিটিউট সিলেট’র প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওঃ ছাদ উদ্দিন , হযরত শাহজালাল রহঃ কায়স্থগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা সাইফুর রহমান রাজু, হযরত ফাতেমা রা: জামে মসজিদ এর ইমাম ও খতিব হাফিজ মাওলানা আতিকুল ইসলাম , হযরত শাহজালাল রহঃ কায়স্থগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি শেখ সাইদুর রহমান দুলাল, অভিভাবক পরিষদের সদস্য সাবেক মেম্বার গোলজার হোসেন ,কায়স্থগ্রাম বিজয় ছাত্র ও যুব ঐক্য পরিষদের সভাপতি মুশাহিদ আহমদ ইমন, মাদরাসার সার্বিক বিষয়াদি তুলে ধরেন মাদ্রাসার পরিচালক কাওছার আহমদ।
প্রতিষ্ঠার দুই বছরে মাদ্রাসার অগ্রগতি ও লেখাপড়ার মান সন্তোষজনক হওয়ায় সবাই সন্তুষ্টি প্রকাশ করেন এবং তা ধরে রাখার আহবান জানান। পুরস্কার বিতরণ শেষে দেশ ও দেশের বাইরে থেকে এই মাদ্রাসার জন্য যারা মেহনত করছেন সকলের নেক হায়াত কামনা করে তাদের পরিবার ও অত্র এলাকার সকল জীবিত ও মৃতের জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য দারুল আরকাম ফাউন্ডেশন গোলাপগঞ্জ কর্তৃক প্রতিষ্ঠিত দারুল আরকাম হিফজ মাদ্রাসা যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের অর্থায়নে পরিচালিত হয়।