দুবাই মানে ব্যতিক্রম কিছু, দুবাই মানে বিনোদনের কেন্দ্রবিন্দু। দুবাই এখন বিশ্বের কাছে এক আকর্ষণীয় নাম৷ দেশটিতে প্রতিদিনই কোনো না কোনো ব্যতিক্রমধর্মী আয়োজন হচ্ছে। সেই ধারাবাহিকতায় আগামী ২৫ শে ফেব্রুয়ারী আমিরাতের বাণিজ্য নগর দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফ্যাশন ফর অল’ ও ‘বঙ্গ ফ্যশন শো’।
দুবাইয়ে সংবাদ সম্মেলন করে আয়োজক আয়োজকরা জানান, ‘আগামী ২৫শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্যাশন ফর অল ও বঙ্গ ফ্যাশন শো। ফ্যাশন ফর অল এমন একটি প্লাটফরম যা সকলের জন্য উন্মুক্ত। এই প্রতিযোগিতার অন্যতম বৈশিষ্ট্য হল, যে কেউ অংশগ্রহন করতে পারবে। মেধাবীদের এই প্ল্যাটফর্মে শারীরিক নির্দিষ্ট কোন বাধ্যবাধকতা নেই, কোন দেশের নাগরিক তা যেমন দেখা হবে না তেমনি রং কিংবা জেন্ডারেরও কোনো সীমাবদ্ধতা রাখা হবে না। কেউ যদি মনে করেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মেধা আছে, তাহলে শারীরিক ভাবে ছোট বড় মাঝারি এগুলো কোন বাধা নয়। ‘
তারা বলেন, “ বাংলদেশের তৈরি পোশাক ইতিমধ্যে বিশ্বখ্যাতি অর্জন করছে, তবে ডিজাইনারদেরকে তেমন ভাবে উপস্থপন করা হয়নি। সেকারণে এই শোতে আমরা বাংলাদেশি বিভিন্ন ধরনের ডিজাইনারদেরকে উপস্থাপন করার আশা রাখছি।”
উক্ত শো আয়োজনে রয়েছেন মুন মুখার্জি ও জুলফিকার খান।
সহযোগিতায় রয়েছেন, হানিফ শেখ, আশা আমানি, কোরিওগ্রাফার প্রাহিন, আকাশ চাওলা, মডেল সুমায়ের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমিরাতের হিজ এক্সিলেন্সি ইয়াকুব আল আলি, মাকতুমম বিন মোহাম্মদ, আমিরাতি মডেল ইসমাইল আল বালুশি, টিভি প্রেজেন্টার লারা তাবেত, মিসেস ইউনিভার্স ভেরোনিকা হুসেইনলি, এমিরেটস হোল্ডিং এর কর্ণধার হানিফ শেখ, উইটেল টিভির স্বত্বাধিকারি আরমান খান, লথা পালথি, ডাঃ মুনমুন দত্ত ও সাইয়েদ মুদাসসির খুশ্নুদ।