তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দেশের সর্বনিম্ন তাপমাত্রা চায়ের রাজধানী নামে খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার (৩রা জানুয়ারি) সকালে শ্রীমঙ্গলে তাপমাত্রা ৮. ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বলে জানিয়েছেন, শাহনাজ সুলতানা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ।
এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদীর অববাহিকা ও উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়েছে। এছাড়া, দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা অব্যাহত ছিল। সারাদেশে রাতে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ আরও বলেন, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে টেকনাফে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে নিশ্চিত করে জানান তিনি।