রাজধানীর বিজয় সরণিতে একটি বাসের ধাক্কায় আল আমিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, একটি বাস উল্টো পথে এসে তাকে চাপা দেয়। এতেই মৃত্যু হয় ২৯ বছর বয়সী আল আমিনের।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঘটে এ ঘটনা। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন আল আমিন। পড়াশোনা শেষ করে কিছুদিন আগেই চাকরিতে ঢুকেছিলেন তিনি।
জানা গেছে, সন্ধ্যায় কাজ শেষে বাড়িতে ফিরছিলেন আল আমিন। এ সময় বিজয় সরণি এলাকায় রাস্তা পারাপারের সময় উল্টো দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষ মগবাজারের সিরাজুল ইসলাম মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই মৃত্যু হয় আল আমিনের।
এ নিয়ে তেজগাঁও থানার উপ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, এরই মধ্যে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।