মালয়েশিয়ার উত্তরাঞ্চলে বর্ষাজনিত বন্যায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এতে বাস্তচ্যুত হয়েছেন ৭০ হাজারেরও বেশি মানুষ। পরে তাদের দুর্যোগ কবলিত এলাকা থেকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।
দেশটির সরকারি সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, উত্তরাঞ্চলে বন্যা শুরু হওয়ার পর ৩১ হাজারেরও বেশি মানুষ কেলান্টানে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। পরে ৩৯ হাজারের অধিক বাসিন্দাকে প্রতিবেশী তেরেঙ্গানুতে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। বন্যায় পানির স্তর প্রায় ৩ মিটারে পৌঁছেছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, সরকার দুর্যোগ ব্যবস্থাপনা এবং উদ্ধার প্রচেষ্টার জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দ করবে। দেশটির অর্থমন্ত্রী জানান, প্রাথমিকভাবে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে ৪০০ মিলিয়ন বরাদ্দ দিয়েছে সরকার।
উল্লেখ্য, গত বছর একই সময়ে দেশটিতে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল। সে সময় ৫০ জনেরও বেশি লোক মারা যায় এবং হাজার হাজার মানুষ বাস্তচ্যুত হয়।