যশোরের ঝিকরগাছায় উল্লাস করতে গিয়ে নির্মাণাধীন ব্রিজের রডে বিদ্ধ হয়ে রাকিব হোসেন (২৫) নামে এক আর্জেন্টাইন সমর্থকের মৃত্যু হয়েছে। নিহত রাকির ঝিকরগাছা পৌরসভার কাটাখাল এলাকার আসলাম হোসেনের ছেলে। রোববার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, রোববার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার জন্য কাটাখাল ব্রিজ এলাকার বঙ্গবন্ধু পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। সেখানে খেলা দেখার সময় ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনা দ্বিতীয় গোল করলে সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।
এ সময় উৎফুল্ল আর্জেন্টাইন সমর্থক রাকিব উল্লাস করতে গিয়ে পা পিছলে পার্কের পাশে নির্মাণাধীন বেইলি ব্রিজের উপর পড়ে যান। এতে তার পিঠে রড বিদ্ধ হয়ে মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।