বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৭৫ পরবর্তী সরকারগুলো বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
১৯৭৫ পরবর্তী সরকারগুলো বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, মানুষের শক্তি আর বিশ্বাসই দলকে বার বার ক্ষমতায় নিয়ে এসেছে।
সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধু গণতন্ত্র বিশ্বাস করতেন বলেই মাত্র ৯ মাসে সংবিধান তৈরি করতে পেরেছিলেন। দেশ স্বাধীন হয়েছিল বলেই বাঙালির জাতীয়তাবাদ তৈরি হয়েছে। এ ছাড়া স্বাধীনতার পর একটি দেশকে উন্নত করার ভিত্তিটা তৈরি করে দিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মার্কিন সরকার মুক্তিযুদ্ধে পাকিস্তানকে সমর্থন দিলেও তাদের জনগণ বাংলাদেশর মানুষের পক্ষে ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা সহযোগিতা করেছিল তাদের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ।