আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একধাপ স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে নতুন এম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ নাজমুল হাসানের সভাপতিত্বে ফরিদপুর-১ এর সংসদ সদস্য মঞ্জুর হোসেন বুলবুল প্রধান অতিথি হিসেবে এ নতুন এম্বুলেন্স‘র উদ্বোধন করেন।সে সময় তিনি হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি ও রোগিদের খোঁজ-খরব নেন।
তিনি আরও বলেন, আলফাডাঙ্গা উপজেলার স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে চেষ্টা করে যাবেন। তিনি স্বাস্থ্য সেরাব মান বাড়াতে পরিকল্পনা গ্রহণ করেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নার্সরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন, এমপির সহধর্মিণী সেলিনা আক্তার সাবেক পরিচালক পঃপঃ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আকরামুজ্জামান (কুয়তী),থানা অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বাসার, টগর বন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, প্রেস ক্লাবের সভাপতি সেকেন্দার আলম। হাসপাতালে কর্মরত ডাক্তার ও কর্মচারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।