নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন তালতলা বৈরাবটেক এলাকার আব্দুল বাতেন জমি জোর পূর্বক দখল ও বালু ভরাটের অভিযোগ উঠেছে। সোনারগাঁ থানা আওতাধীন তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র আব্দুল বাতেন একটি অভিযোগ দায়েল করেন, অভিযোগে উল্লেখ গাফফার কলতাপাড়া এলাকার আব্দুল রশিদের ছেলে।
বাদী আব্দুল বাতেন জানান, আমি দীর্ঘ ৩৫ বছর পূর্বে বাংলাদেশ রেলওয়ের নিকট হতে ০.৩৯ শকত জমি লীজ নিয়ে দীর্ঘদিন যাবত সরকারি খাজনা, খারিজা পরিশোধ করে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসিতেছি। যাহার কৃষি লাইসেন্স ডিইও নয়াপুর নং- ১৫০৩।
গত ১১-১২-২০২২ ইং তারিখে আমি ঘুম থেকে উঠে দেখতে পাই গাফফার অজ্ঞাত তিন থেকে চারজন লোক নিয়ে আমার লীজ নেওয়া জায়গাতে জোর পূর্ব বালি ভরাট করতেছে। উক্ত বিষয়ে সোনারগাঁও থানা আওতাধীন তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র লিখত অভিযোগ দায়েল করেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।
বিবাদী গাফফার জানান, বাদীর জমির পিছনে আমার জমি রয়েছে, জমিতে যাওয়ার রাস্তা না থাকায়, রাস্তা নেওয়া জন্য বাদীর জমিতে বালি ভরাট করেছি।